খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আ'লীগ নিষিদ্ধের ঘোষণায় মোংলায় আনন্দ মিছিল

মোংলা প্রতিনিধি |
০১:৩০ এ.এম | ১১ মে ২০২৫


আ'লীগ ও তাদের কার্যক্রম নিষিদ্ধের খবরে বন্দর নগরী মোংলা শহরের আনন্দ মিছিল করছে বাংলাদেশ জামায়াকর ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তারা শহরে মিছিল সহকারে আনন্দ উল্লাস করে।

শনিবার রাত ১১টার দিকে আ.লীগ নিষিদ্ধ হওয়ার খবর আসে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কাছে। তখনি মোংলা উপজেলার সকল নেতাকর্মীরা তাদের অফিসের সামনে জড়ো হতে দেখা যায়। পরে আ.লীগ ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের খবর পাওয়ার সাথে সাথে নেতাকর্মী একাত্রিত হয়ে আনন্দ উল্লাস করে আ.লীগের সকল কার্যক্রম বন্ধের জন্য নানা স্লোগান দেয়। কিছুক্ষন পর সব এলাকা থেকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা মোংলা পোর্ট পৌরসভা চত্তরে এসে জড়ো হয়। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করে বাংলাদেশ জামাযাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পুনরায় জামায়াতে ইসলামীর পৌর শাখা অফিসের সামনে এসে শেষ হয়। 

্রিন্ট

আরও সংবদ