খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চার দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদিতে ট্রাম্প

সৌদির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

খবর প্রতিবেদন |
০৬:১৩ পি.এম | ১৩ মে ২০২৫


দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় চার দিনের সফরে এখন সৌদি আরবে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে উপলক্ষে ইতালি এবং ভ্যাটিকানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি দেশটিতে যান। ১৩ থেকে ১৬ মে পর্যন্ত তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উলে­খযোগ্য পরিমাণ নতুন বিনিয়োগ নিশ্চিত করতেই এ সফর বলে জানা গেছে। এ সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিও আছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ ক্রয় করবে। এ প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় থাকার সময় দেশ দু’টির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল। ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।
এর আগে, সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ডও দেশ দু’টির সম্পর্কে প্রভাব ফেলেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল, যুবরাজ মোহাম্মেদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন। যদিও এ অভিযোগ সৌদি আরব সবসময় প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে মঙ্গলবার ট্রাম্প সৌদি আরবে অবতরণের পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (যিনি এমবিএস নামেও পরিচিত) দেখে মুষ্টি উঁচিয়ে উল­াস প্রকাশ এবং তার সঙ্গে করমর্দন করেন। এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশগুলো থেকে নতুন বিনিয়োগ বিশেষ করে তাদের রাষ্ট্রীয় সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে সহায়তা করবে বলে মনে করেন তিনি। নতুন নতুন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্য, আস্থা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও উল্লেখযোগ্য বাধাগ্রস্ত করছে।
ট্রাম্পের এ সফরে তার সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী ও করপোরেট নেতৃত্বের একটি প্রতিনিধিদল। এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে যোগ দেবেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালি থেকে সৌদি আরবে বিনিয়োগের বিষয়টিতেও দৃষ্টি দেওয়া হবে।
এরপর আজ বুধবার (১৪ মে) তিনি কাতারে যাবেন। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।

 

্রিন্ট

আরও সংবদ