খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আদালতের নির্দেশ অমান্য করে

কালিগঞ্জে ভাড়াটিয়া বাহিনী নিয়ে বসতভিটা জবরদখল ও ঘরবাড়ি ভাঙচুর, ২ নারী আহত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ১৩ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বসতভিটা জবরদখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সুফিয়া বেগম (৫৫) ও সাবিনা খাতুন (৩৩) নামে দুই গৃহবধূ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আদালত অবমাননা করে জবরদখল ও ভাঙচুরের বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসহায় পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে দখলদার বাহিনী অবস্থান করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আসমান আলী গাজীর ছেলে ভুক্তভোগী আজিজুল হাকিম (৩৫) জানান, তিনি প্রায় ১৫ বছর পূর্বে চৌবাড়িয়া মৌজায় সাড়ে ৫ শতক জমি ক্রয় করে ৬৪৮নং নামজারি খতিয়ানে ৪৮১ দাগে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। স¤প্রতি উক্ত বসতভিটা জবর দখলের জন্য একই গ্রামের মরহুম জনাব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), তার ছেলে সাদ্দাম হোসেন (৩০), শাহরিয়ার (২৮), আব্দুল খোলম অপতৎপরতা শুরু করে। এর প্রেক্ষিতে তার মা সুফিয়া বেগম গত ০৭-০৫-২৫ তারিখে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় ৭৭৭/২৫ (কালিঃ) পিটিশন মামলা দায়ের করেন। আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ সাচ্চু শেখ উভয়পক্ষকে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে গত রোববার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজুল ইসলাম গং চৌবাড়িয়া, ঘোড়াপোতাসহ পাশর্^বর্তী এলাকা থেকে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে ধারালো দা, শাবল, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বসতভিটায় প্রবেশ করে গাছ-গাছালি কাটতে থাকে ও ঘেরাবেড়া নির্মাণ করতে থাকে। এ সময় তার মা সুফিয়া বেগম ও ছোট ভাবি সাবিনা খাতুন বাধা দিলে তারা এলোপাতাড়ি মারপিট করে জখম করে। জবর দখলকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও গাছ-গাছালি কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং জীবননাশসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে প্রতিবেশীরা এসে মা ও ভাবিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সিরাজুল ইসলামসহ ১০ জনের নাম উলে­খ এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে সোমবার সকালে থানায় ডাকলেও তারা তাতে কর্ণপাত করেনি। উপরন্তু ঘটনার পর থেকে সিরাজুল ইসলাম গং ও কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতবাড়ি জবরদখল করে সেখানে অবস্থান করছেন। এমতাবস্থায় আদালতের নির্দেশনা অমান্যকারী জবর দখলকারীদের কবল থেকে তার বসতভিটা ও ঘরবাড়ি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ