খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শোভনালীতে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিতকরণ কর্মশালা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ১৩ মে ২০২৫


আশাশুনি উপজেলার শোভনালীতে প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
লিলিয়ান ফণ্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ঢাকার সহযোগিতায় আইডিয়ালের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যাপইনসিবিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ। সিবিআর কর্মকর্তা ইউসুফ আলীর সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রজেক্ট ফিল্ড ট্রেইনার আফতাবুর জামান। প্রধান অতিথি ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। আলোচনা শেষে সিবিআর কর্মকর্তা সুব্রত বাছাড় সিবিআর ফেসিলিটেটর লিটন দাস, ইন্টার্ন লায়লা পারভীনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে সম্পদ ও ঝুঁকির মানচিত্র অঙ্কন করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ