খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে সাস-এর পানির ট্যাংক বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ১৩ মে ২০২৫


আশাশুনিতে উপকার ভোগিদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আশাশুনি বাস স্ট্যান্ডে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর প্রকল্প অফিসের সামনে এ ট্যাংক বিতরণ করা হয়।
স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় সাস-এর আয়োজনে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আজাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সাস-এর রিজওনাল ম্যানেজার মিজানুর রহমান, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ (প্রিন্স), প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, ফিল্ড ফ্যাসিলিটেটর সালেহা খাতুন ও মোঃ রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ১৭টি পরিবারে দুই হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন একটি করে ট্যাংক বিতরণ করা হয়। ট্যাংক পাওয়ার পর সুফলভোগীরা তাদের পরিবারে দীর্ঘদিনের খাবার পানির সমস্যা নিরসন হবে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

্রিন্ট

আরও সংবদ