খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশাশুনিতে চাঁদাবাজির অভিযোগে দলিল লেখকদের কর্মবিরতি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ১৩ মে ২০২৫


আশাশুনিতে কর্মরত দলিল লেখকদের কাছে চাঁদা দাবি, লাঞ্ছিত করা ও হুমকীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা কর্মবিরতি পালন শুরু করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
দলিল লেখক কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানা গেছে, গত ১২ মে বেলা ৩টার দিকে আশাশুনি সদরের নাজমুল হোসেন বাদীর অফিসে গিয়ে চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় অফিসের সামনে বের হলে গালিগালাজ ও লাঞ্ছিত করে। একই দিন দলিল লেখক পরিমল কুমার সানার অফিসে গিয়ে চাঁদা দাবী করলে দিতে অস্বীকার করায় গালিগালাজ ও অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়া হয়। এছাড়া দলিল লেখক শুষেণ চন্দ্র মলি­কের কাছে একই ভাবে চাঁদা দাবি করলে দিতে অস্বীকার করায় গালিগালাজ ও তার (নাজমুল) ছবি দেওয়ালে বাধিয়ে রাখতে আস্ফালন করে বলে চাঁদা না দিলে অফিস খুলবি না। এমনি ভাবে নাজমুলসহ অনেকে অধিকাংশ দলিল লেখকদের কাছে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে সংঘবদ্ধ চক্র দলিল লেখকসহ রেজিস্ট্রার কাজে আসা দাতা গ্রহিতাদের হয়রানী, গালিগালাজ ও লাঞ্ছিত করে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ৪০ জন দলিল লেখকের স্বাক্ষর সম্বলিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনার পর থেকে সকল দলিল লেখক কাজ বন্ধ করে রেখেছে।

্রিন্ট

আরও সংবদ