খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কয়রায় জোর পূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়ার অভিযোগ

কয়রা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ১৩ মে ২০২৫


কয়রায় জোর পূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী যৌথ বাহিনীর নিকট লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার জোড়শিং গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর পুত্র শাহাবুদ্দিন গাজীর নাতনি হাসিয়া আক্তার ঝর্নার উপজেলা সদরের দেউলিয়া বাজারের আব্দুল্যাহ সরদারের পুত্র মোমিন সরদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবনে তাদের মধ্যে মনোমালিন্য হলে ২০২৪ সালের ১৪ অক্টোবর উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়। এর কয়েক দিন পর মোমিন সরদার ফুসলে তার তাকে পুনরায় বিয়ে করে ঘর সংসার করতে থাকে। তবে কিছুদিন যেতে না যেতে মোমিন সরদার যৌতুক দাবি করে তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী নিজেই গত ২৪ ফেব্র“য়ারি তালাক প্রদান করেন। সেই থেকে মোমিন সরদার তার নানা শ্বশুর শাহাবুদ্দিন গাজীসহ তার নাতনির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তারই রেশ ধরে শাহাবুদ্দিন গাজী গত ৭ মার্চ দেউলিয়া বাজারে গেলে মোমিন সরদারসহ তার লোকজন তাকে মারপিট করে তার কাছে থাকা নগদ ১৫শ’ টাকা ও জাতীয় পরিচয়পত্র কেড়ে নিয়ে ৩টি সাদা নন জুডিশিয়াল স্ট্যাপে জোর পূর্বক স্বাক্ষর করে নেয়। এ সময় মোমিন সরদার সাফ জানিয়ে দেয় তার নাতনি যদি তার সাথে সংসার করে তবে স্ট্যাম্পসহ জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে দেবে। পরবর্তিতে তার স্বাক্ষরকৃত সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্প ফেরত চাইলে তা না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। তিনি নিরুপায় হয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি তার স্ট্যাম্পসহ আইডি কার্ড ফেরত পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ