খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার ভেন্যু বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ১৩ মে ২০২৫


বাগেরহাটের মোল্লাহাট থেকে এইচএসসি পরীক্ষার ভেন্যু স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত থানাধীন সৌরভ রিসোর্টের সামনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা দাবি করেন বহু বছর ধরে মোল্লাহাটেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু চলতি বছর আন্তঃবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রী কলেজের পরীক্ষার ভেন্যু ফকিরহাটে স্থানান্তর করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে এবং নানা ভোগান্তির সম্মুখীন হতে হবে।
শিক্ষার্থীরা বলেন, মোল­াহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অনেক পরীক্ষার্থীদের জন্য এটি দীর্ঘ এবং কষ্টসাধ্য। তারা মোল্লাহাটেই পরীক্ষার ভেন্যু পুনঃস্থাপনের দাবিতে যশোর বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে বিক্ষোভের ফলে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে করে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যানজট হয়। তবে শিক্ষার্থীরা জরুরি সেবার যানবাহন, এ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি চলাচল নিশ্চিত করে। এই আন্দোলনে সংহতি প্রকাশ করে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র অধিকারসহ বিভিন্ন ছাত্র সংগঠন। 
পরিস্থিতি শান্ত করতে মোল­াহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম অবরোধ স্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করেন। এছাড়া বোর্ড কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করে মোল­াহাটে ভেন্যু ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক আহŸায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া। নেতৃবৃন্দের মাধ্যমে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

্রিন্ট

আরও সংবদ