খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রামপালে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

রামপাল প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ১৩ মে ২০২৫


রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের পূর্বপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর উপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রহিমা বেগম (৩৮) মালয়েশিয়া প্রবাসী মোঃ জাবেদ শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামের মোঃ সিদ্দিক শেখের পুত্র মোঃ তরিকুল ইসলাম (৪০) এর নেতৃত্বে মোঃ আব্দুল­া শেখ, পিতা মোঃ গউচ শেখ এবং মোঃ তহিদুল শেখ মিলে এ হামলা চালায়। তারা ভুক্তভোগী রহিমা বেগমের উপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। মারাত্মক আহত রহিমা বেগম বর্তমানে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত কিছুদিন ধরে রহিমা বেগমের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তারা মনে করছেন। এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠো ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। ঘটনার পরপরই রহিমা বেগমের পরিবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে রামপাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।
 

্রিন্ট

আরও সংবদ