খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চালনা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলনে বিজয়ীদের উপর হামলার অভিযোগ

দাকোপ প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৩ মে ২০২৫


দাকোপে ছাত্রদলের কলেজ কমিটির বিজয়ীদের উপর হামলার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চালনা কলেজ ছাত্রদল। মঙ্গলবার বেলা ১টায় খাটাইল গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচীত সাধারণ সম্পাদক মিদুল হাসান লিখিত বক্তব্যে বলেন, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপের চালনা কলেজ, চালনা এম এম কলেজ এবং বাজুয়া এস এন কলেজ শাখায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। যেখানে চালনা কলেজে সভাপতি হিসাবে সুলাইমান আল মিসকাত ও সাধারণ সম্পাদক হিসাবে আমি মিদুল হাসান বিপুল বিজয় অর্জন করি। নির্বাচনে পরাজিত বিএনপি নেতা শাকিল আহমেদ দিলু সমর্থিত গ্র“পের ছাত্রদল নেতা সুমন তার পিতা সাইদ আওয়ামী লীগের মইমিনসহ লোকজন নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম বাজুয়া এলাকায় আমাদের উপর হামলা করে। এমনকি তারা আমাদের নারী নেত্রীদের চাইনিজ কুড়াল নিয়ে ভয় দেখায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সাথে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানাই। এ সময় চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সুলাইমান আল মিসকাত, হাবিবুর শেখ, রিফাজ সরদার, জুনায়েদ শেখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ