খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেত্রী তানিয়া রবের স্ত্রী খুলনায় আসছেন ১৭ মে

খবর বিজ্ঞপ্তি |
০১:০২ এ.এম | ১৪ মে ২০২৫


গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আব্দুর রবের স্ত্রী মিসেস তানিয়া রব আগামী ১৭ মে (শনিবার) একদিনের সফরে খুলনায় আসছেন। 
সফরসূচি অনুযায়ী তিনি জেএসডি, খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় ঐদিন বেলা ১১টায় স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি লোকমান হাকিম। বিকেল সাড়ে ৫টায় খুলনার সার্কিট হাউস হলরুমে জেএসডি, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন এবং রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।  

্রিন্ট

আরও সংবদ