খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলায় নিহত বেড়ে ৩

ইরানে ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ১৮ জুন ২০২৫


ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় এখন (মঙ্গলবার) পর্যন্ত ৪৫২ জন নিহত ও ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যাকটিভিস্টস ইন ইরান (এইচআরএনএ)।
এইচআরএনএ’র বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক, ১০৯ জন সামরিক বাহিনীর সদস্য এবং আরও ১১৯ জন অজ্ঞাত পরিচয়ধারী। আহতদের মধ্যে রয়েছেন ১৮৮ জন বেসামরিক, ১২৩ জন সামরিক সদস্য এবং ৩৩৫ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
মানবাধিকার সংগঠনের এই পরিসংখ্যান সরকারি হিসাবের চেয়ে বেশি। ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক বলা হয়েছিল। দেশটিতে সাংবাদিকদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় নিরপেক্ষভাবে তথ্য যাচাই করাও দুরূহ হয়ে পড়েছে।
এইচআরএনএ বলছে, শুক্রবার থেকে ইসরায়েল যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা দিনভিত্তিকভাবে হতাহতের তালিকা সংগ্রহ করছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে।
রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা, নিহত বেড়ে ৩ : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে ইসরায়েলের হামলায় মোট তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে আইআরআইবি। সংস্থাটি জানায়, হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম-পরিচয় প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।
তারা হলেন নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। নিমা রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আর আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।
এর আগে সোমবার ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়। এদিন হামলার জেরে আইআরআইবির সরাসরি স¤প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার স¤প্রচার কার্যক্রম শুরু হয়।
এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কাৎজের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করে ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলার পরে ওই হামলাটি চালানো হয়েছে। ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুন না কেন, তাকে আঘাত করা হবে। সূত্র : আল-জাজিরা।
 

্রিন্ট

আরও সংবদ