খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

আশাশুনির ফুলতলা কালভার্ট ডেবে গিয়ে শতাধিক ঘরবাড়ি প্লাবিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ১২ জুলাই ২০২৫


আশাশুনি-বড়দল সড়কের জামালনগরের ফুলতলা কার্লভাট ডেবে গিয়ে পয়ঃ নিষ্কাশন বন্ধ থাকায় এলাকা প্লাবিত হয়ে গেছে। পরিস্থিতি দেখতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করেছেন।
আশাশুনি-বড়দল সড়কের বড়দল ইউনিয়নের জামালনগর চক্ষু হাসপাতালের সামনে ফুলতলা নামক স্থানে কার্লভাটটি দিয়ে জামালনগর ও কেয়ারগাতি গ্রামের পানি নিষ্কাশিত হয়ে থাকে। ভারি যানবাহন চলাচলের ফলে এবং একটানা বৃষ্টিপাতের প্রভাবে কালভার্ট ডেবে গেছে। ফলে এলাকার পানি নিষ্কাশন হতে পারছে না। বৃষ্টির পানিতে গ্রাম দু’টির শতাধিক বসতবাড়ি, অন্যান্য স্থাপনা, স্কুল ভবন, কয়েকটি কবর স্থান, মসজিদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্ত ও সমস্যায় পড়েছে। 
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল শিকারী জানান, মানিকখালী ব্রিজ হতে বড়দল বাজার পর্যন্ত সড়কের অধিকাংশ কালভার্ট কমবেশী ডেবে গেছে। এতে সেই সব এলাকার মানুষ জলাবদ্ধতার কারনে বিপদে রয়েছে। 
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন শনিবার এলাকা পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারনে এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ