Shomoyer Khobor
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:১০:০০
খুলনা ক্রিকেট একাডেমীর পরিচালক আজিজুর রহমান জুয়েল ও সাবেক ক্রিকেটার মোঃ নাহিদ রেজার পিতা মোঃ সোহরাব হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর এবং তারই কাছে ফিরে যাবো।) সোমবার রাত ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় টুটপাড়া মিশন মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা ক্রিকেট একাডেমীর অন্যান্য প্রশিক্ষক ও নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন।