Shomoyer Khobor
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত ০৫ ডিসেম্বর, ২০২০ ০০:০৯:০০
বিশ্বকাপ বাছাই ফুটবলে কাতারের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত জেমি ডে’র শিষ্যরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো কাতার। এই ম্যাচে আরও বড় ব্যবধানে পরাজিত হতে পারতো। তবে বাংলাদেশের গোলরক্ষক জিকোর অসাধারণ নৈপুন্যে অন্তত আরও ৪টি নিশ্চিত গোল থেকে রক্ষা করে বাংলাদেশকে।
৯ মিনিটে হাতিমের গোলে এগিয়ে যায় কাতার। ৩৩ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এই গোলটি করেন আকরাম আফিফ। ডি বক্সের মাথা কোনাকুনি শটে বাংলাদেশের জালে বল জড়ান। জিকোর তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।
৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাতারকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন আলমোয়েজ আলী। ৭৮ মিনিটে আলমোয়েজ আলী তার দ্বিতীয় গোলটি করেন। তাতে কাতার এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) আরো একটি গোল হজম করেছে বাংলাদেশ। এবারের গোলদাতা আকরাম আফিফ। এটি ছিল তার দ্বিতীয় গোল। আফিফ ও আলমোয়েজ আলীর জোড়া গোলে বাংলাদেশ হার মানলো ৫-০ গোলে।