Shomoyer Khobor
যশোর প্রতিনিধি | প্রকাশিত ০৫ ডিসেম্বর, ২০২০ ০০:২৫:০০
যশোরের চৌগাছা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা প্রায় সাত কেজির ৬০টি সোনার বার উদ্ধার করেছে। যার মূল্য পৌনে পাঁচ কোটি টাকা।
বিজিবি সূত্রে জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বেনাপোল কোম্পানির অধীনস্থ চৌগাছার শাহজাদপুর বিওপির একটি টিম সীমান্ত এলাকায় টহলরত ছিল। এ সময় শাহজাদপুর-কাশিপুর সীমান্তের মধ্যবর্তী স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সোনার ৬০টি বার উদ্ধার করেন নায়েক (সিগন্যাল) নূর আলমের নেতৃত্বাধীন টহল দল। ৪১ বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার হওয়া ৬০ পিস সোনার বারের ওজন সাত কেজি। যার বাজারদর পৌনে পাঁচ কোটি টাকা।
এ বিষয়ে ৪১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল সেলিম রেজার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। বিজিবি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড মেজর নজরুল ইসলাম সোনা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিষয়টি আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের জানানো হবে।