Shomoyer Khobor
খবর বিজ্ঞপ্তি | প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০২০ ১৯:০৮:০০
ডায়াবেটিক সমিতি খুলনার সাবেক সভাপতি, এডাব খুলনা চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক‘র প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ, ৩০ ডিসেম্বর। ২০১৬ সালের আজকের দিনে সকাল ৯টায় নিজ গৃহে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রামে ১৯৪৪ সালের জানুয়ারি ২৫ জন্ম গ্রহণ করেন।
মরহুমের স্মরণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মহামারী কোভিড-১৯ এর কারণে অনেক কর্মসূচী সংক্ষিপ্তকরণ করা হয়েছে। এ মধ্যে গত ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী প্রধান কার্যালয়সহ সকল শাখা ও প্রকল্প অফিস সমূহে শোক ব্যানার ও কালো পতাকা উত্তোলনসহ সকল কর্মী/কর্মকর্তাদের ডিসেম্বর ২৪ থেকে ডিসেম্বর ৩০ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী কালো ব্যাজ ধারণসহ আজ বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।