Shomoyer Khobor
খবর প্রতিবেদন | প্রকাশিত ১৩ জানুয়ারী, ২০২১ ১৪:৩৫:০০
ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের পর এবার বন্ধ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল।
মঙ্গলবার সাময়িকভাবে ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় গুগল।
একই সঙ্গে নিয়ম ভেঙে সন্ত্রাসকে উসকে দেওয়ার অভিযোগে তার একটি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে।
ইউটিউবের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনও কিছু আপলোড করা যাবে না। এ নিষেধাজ্ঞা অন্তত আগামী সাত দিন বহাল থাকবে।