Shomoyer Khobor
এস এম আমিনুল ইসলাম | প্রকাশিত ১৪ জানুয়ারী, ২০২১ ০০:৪০:০০
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর গ্র“প বীমা নবায়ন না করায় সংস্থার ৪৭ লাখ টাকা গচ্ছা যেতে বসেছে। যা নিয়ে নিয়ে কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর ২০৮ জন কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ নিরাপত্তায় ২০১৯ সালে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশনের সাথে ১৫ বছর মেয়াদি একটি গ্র“প বীমার চুক্তিপত্র স্বাক্ষর হয়। এরপর ওই বছর জুনে বীমা কর্পোরেশনকে প্রথম প্রিমিয়ামের ৪৬ লাখ ৯০ হাজার ৬১৬ টাকা পরিশোধ করে । কিন্তু ২০২০ সালে এসে কেডিএ দ্বিতীয় প্রিমিয়ামের টাকা আর পরিশোধ করেনি। ফলে নবায়ন না হওয়ায় বীমা কর্পোরেশনের সাথে সকল চুক্তিপত্র বাতিল হয়। সংগতকারণে বীমা কর্পোরেশন ওই টাকা আর ফেরত দেবে না। ফলে কেডিএ’র ৪৭ লাখ টাকা গচ্ছা যাচ্ছে। যা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
কেডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাদের ভবিষ্যৎ নিরাপত্তায় এ বীমা চালু করা হয়। এটি চালু থাকলে তারা স্বাভাবিক মৃত্যুতে ৮ লাখ ও দুর্ঘটনাজনিত মৃত্যুতে ১৬ লাখ টাকা এবং ১৫ বছর পর সংস্থা মূল টাকা ফেরত পেতো। কিন্তু তারা এখন এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠাটিও অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা অর্থের অপচয় ছাড়া কিছুই না।
জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার হাবিবুর রহমান বলেন, কেডিএ ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে ১৫বছর মেয়াদি একটি চুক্তি হয়। কিন্তু তারা প্রথম কিস্তির টাকা দেয়ার পর আর নবায়ন করেনি। ফলে তারা চুক্তিপত্র ভঙ্গ করায় স্বাভাবিক নিয়মে বীমা বাতিল হয়ে গেছে। এছাড়া কোন বীমার বয়স কমপক্ষে তিন বছর না হলে টাকা ফেরত দেয়া হয় না।
এ ব্যাপারে কেডিএ’র অর্থ ও হিসাব শাখার প্রধান বলেন, সবকিছু আইন ও নিয়ম অনুযায়ী হয়েছে। এর বাইরে কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।