Shomoyer Khobor
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত ১৫ জানুয়ারী, ২০২১ ১৭:২২:০০
বাগেরহাটের কচুয়ায় দিনব্যাপি বিনামূল্যে ডায়বেটিস রোগীদের সেবা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সুবোধ বোস-হানিফ শিকদার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) কচুয়া হাজেরা খাতুন হেলথ কেয়ার লিঃ এ সেই সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা ডায়বেটিস সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসনে, কচুয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা সুজিত দেবনাথ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু, সাবেক উপ-সচিব স্বপন কুমার মন্ডল, চিকিৎসক বেলফার হোসেন, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, হাজেরা খাতুন হেলথ কেয়ার লিঃ এর পরিচালক শিকদার মইনুল ইসলাম, তুহিন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এই ক্যাম্পের মাধ্যমে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ মানুষকে বিনামূল্যে ডায়েবেটিস পরীক্ষা, ডায়েবেটিস পরিমাপসহ বিভিন্ন চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
কচুয়া উপজেলায় সা¤প্রদায়িক স¤িপ্রতি বজায় রাখা, স্থানীয় উন্নয়ন ও মানুষের আত্মিক উন্নয়ন ঘটানোর জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক শিবু বোস ও সাবেক সেনা সদস্য শিকদার মইনুল ইসলাম এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন। মানুষের ভিতরের অন্তর্নিহিত শক্তি জাগরণে বিভিন্ন প্রশিক্ষন, কাউন্সিলিং ও স্বনির্ভর চাষাবাদ করার ক্ষেত্রে কচুয়ার স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহযোগিতা করা হবে এখান থেকে।স্থানীয় মানুষের শিক্ষা ও সু-স্বাস্থ্য নিশ্চিতেও এই ফাউন্ডেশন কাজ করবে বলে জানিয়েছেন মূল উদ্যোক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক শিবু বোস।