Shomoyer Khobor
খবর বিজ্ঞপ্তি | প্রকাশিত ২৫ জানুয়ারী, ২০২১ ১৯:১২:০০
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। আজ সোমবার (২৫ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এসএম নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, ক্লাব সদস্য অরুণ সাহা, মুহাম্মদ আবু তৈয়ব, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, যুগ্ম-সম্পাদক কাজী ফজলে রাব্বী শান্ত, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, সদস্য শেখ কামরুল আহসান, মামুন হাওলাদার, ফটোসাংবাদিক জায়েদ আকন, ওবায়দুল হক ও সুমন প্রমুখ।