ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর বিদীর্ণ শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত খুলনার শহীদ হাদিস পার্কের "শহীদ মিনার"। ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ও বাংলাকে উপজীব্য। মায়ের ভাষার অধিকার রক্ষায় সংগ্রামের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাত্র কয়েকঘন্টার অপেক্ষা.... এইচ.ডি হেলাল।
২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৩১:০০