নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪৫:০০
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১৪০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
কেএমপি’র সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে- নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার ভাড়াটিয়া বাগেরহাটের মোড়েলগঞ্জের গজালীয়া গ্রামের মোঃ কুট্টি হাওলাদারের ছেলে মোঃ রবিউল হাওলাদার (২৫), নগরীর মানিকতলা শেনপাড়ার সামনের গলির মাহমুদার দোকানের সামনে থেকে মহেশ্বরপাশা কালিবাড়ী কার্তিককুল এলাকার মোঃ ওহাব মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৭) এবং নগরীর ১১/১ হাজী মহসিন রোডের মৃত রশিক লাল দে’র পুত্র শিবু পদ দে (৬০)।