Shomoyer Khobor
খবর বিনোদন | প্রকাশিত ০৩ মার্চ, ২০২১ ০০:৩১:০০
‘দয়াল বাবা কেবলা কাবা’ খ্যাত লোকগানের কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (০২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।
তিনি জানান, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। কিন্তু পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।
জানে আলমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার (৩ মার্চ) মগবাজার জানে আলমের বাসভবন এলাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে চিরশায়িত হবেন এই নন্দিত শিল্পী।
শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম এ গায়ক পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তুমুল জনপ্রিয়তা পান ৭০’র দশকে। ঢাকা রেকর্ডস থেকে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় ভালো পরিচিতি। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’, ‘তুমি পিরিতি শিখাইয়া’, ‘দয়াল বাবা কেবলা কাবা’ প্রভৃতি।
জানে আলমের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুরে রয়েছে প্রায় তিন হাজার গান।