পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে নগরীর বিভিন্ন রাস্তার পাশে চলছে ড্রেনের কাজ। ময়লা পাানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না করায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে চলাচলের রাস্তা সয়লাব। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে তোলা ছবি.... সময়ের খবর
১০ মার্চ, ২০২১ ১৬:৩৪:০০