খুলনা | বৃহস্পতিবার | ১০ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

পুলিশের চেকপোস্টে দুই বস্তা গাজা ফেলে পালালেন দুই মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:০৪ পি.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৪


বাগেরহাটে পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেলসহ দুই বস্তা গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে তারা এই গাজা ফেলে চলে যায়। দুই বস্তায় ১৬ কেজি গাজা ছিল। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, দশানী পুলিশ চেকপোষ্টে সন্দেহজনক এক  মটরসাইকেলকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন  চালক ও আরোহি অজ্ঞাত মটরসাইকেলটি এবং দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। পালিয়ে যাওয়াদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মোটর সাইকেলের নিবন্ধন রয়েছে, সেই সূত্র ধরেও তদন্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ