খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ০৯ ফেব্রুয়ারী ২০২৪


খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতারণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায়  বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং  পুরস্কার বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যশোর জেলা শিক্ষা অফিসার ও গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক সফল প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম। আমন্ত্রিত অতিথি ছিলেন গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী, প্রাক্তণ প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর, প্রাক্তণ প্রধান শিক্ষক মোছাঃ খালেদা খানম, সাবেক সহকারী প্রধান শিক্ষক কবির আলম, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, খুলনা টিটিসি’র অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ও খানাবাড়ী গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এ রহিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে এবং সঞ্জয় কুমার মন্ডল  ও মোঃ লুৎফর রহমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে এবং চারিত্রিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। 
পরে তিনি শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস এম তৈয়মুর রেজা, মোঃ সামছুর রহমান,  প্রতিভা সাহা, সাইফুল­াহ তারেক, ফারহানা ইয়াসমিন, শিউলী থান্দার মুক্তা মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ