খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ পি.এম | ১১ ফেব্রুয়ারী ২০২৪


যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় চোর সন্দেহে তাকে মারপিট করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম ফয়েজুল গাজী (২৭)। তিনি যশোর সদর উপজেলার গোলদার পাড়া সুতিঘাটা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় চোর সন্দেহে তাকে মারপিট করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ভাতিজা বাদল জানান, তার চাচা একটি ইট ভাটায় কাজ করেন। ভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যেয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি, রড দিয়ে মারপিট করে। তাকে চোর সন্দেহ করে স্থানীয়রা এ মারপিট করে। তার চাচা এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত নয়।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারপিট করেছে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ