খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

তদন্তে উচ্চ আদালতে রিট

কারাগারে বিএনপি’র ১৫ নেতা-কর্মী মারা যাওয়ার অভিযোগ বিএনপি’র

খবর প্রতিবেদন |
০১:০১ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৪


গত বছরের ২৮ অক্টোবরের আগে-পরে কারাগারে বিএনপি’র ১৫ নেতা-কর্মী মারা যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ২৮ অক্টোবরের আগে-পরে কারাগারে বিএনপি’র ১৫ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ সব মৃত্যুর পর একই রকমের সাফাই গেছে যাচ্ছেÑকারাগারে নয়, হাসপাতালে তারা মারা গেছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, বিরোধী দলের ওপর চরম ক্রাকডাউন চালিয়ে বিএনপি’র শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতা-কর্মীকে আপনি (শেখ হাসিনা) বন্দি করেছেন কী উদ্দেশ্যে সেটি কি দেশবাসী ও আন্তর্জাতিক স¤প্রদায় জানে না? কারাগারে রাজবন্দিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মতো দস্যুদের ন্যায় পরিবেশে তৈরি করার উদ্দেশ্য ছিল ‘আমরা আর মামুদের’ একতরফা নির্বাচন। আর সেটি বাস্তবায়ন করতে আপনি যে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলের মিছিল-সমাবেশে হামলা চালিয়ে, গুলি করে, মানুষ হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র শীর্ষ নেতাসহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে দমনপীড়ন চালিয়েছেন তা আপনার দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক প্রকাশ্যেই বলে দিয়েছেন। সেটাকে খন্ডন করবেন কীভাবে?
তিনি আরও বলেন, ভারত যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেটি তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী, মিথ্যার তাস দিয়ে মানুষের মন জয় করা যায় না।
সংবাদ সম্মেলনে কারাগারে মারা যাওয়া নেতা-কর্মীদের একটি তালিকা সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। তারা হলেনÑযুবদল নেতা মোঃ কামাল হোসেন মিজান, সাতক্ষীরা উপজেলা বিএনপি’র নেতা আব্দুস সাত্তার, লক্ষীটারি ইউনিয়ন বিএনপি’র নেতা মনোয়ারুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিনুল মৃলক প্রমুখ।
উচ্চ আদালতে রিট : গত ৬ মাসে দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতা-কর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।
রোববার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবুল­াহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এটি দায়ের করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপি’র ১৩ নেতা-কর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতা-কর্মীর মৃত্যুর ঘটনায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি।
এর আগে এই বেঞ্চে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিষয় এই আইনজীবী রিট করেছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ