খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহিদুজ্জামান জয়ী

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৪


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। সোমবার রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৬০টি।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এড. মোঃ তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মোঃ মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, ধামইরহাট ও পতœীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ। প্রসঙ্গত, স্বতন্ত্র প্রাথী মোঃ আমিনুল হকের মৃত্যুজনিত কারণে আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

্রিন্ট

আরও সংবদ