খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাইকগাছায় ৮ অনলাইনে জুয়াড়ীর ৪০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি |
০৫:০০ পি.এম | ১৩ ফেব্রুয়ারী ২০২৪


পাইকগাছায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই দিনই রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, লস্কর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের সুভাষ সরদারের ছেলে বিধান সরদার (২৮), সোলাদানা ইউনিয়নের পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে ইউনুস আলী বিশ্বাস (২৭), চাঁদখালি ইউনিয়নের গজালিয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে মাকসুদুর রহমান (২০), হাফিজুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (২১), ওয়াহিদুজ্জামানের ছেলে আব্দুল আল মামুন (২৯), লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের নূর সরদারের ছেলে রহিম সরদার (২২), গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের গফুর গাজীর ছেলে আব্দুর রহিম (২৩) ও সোহাগ হোসেন (২০)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
 

্রিন্ট

আরও সংবদ