খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠানে কেসিসি মেয়র

কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০৫:৪৫ পি.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৪


কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে। দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। বেকারত্বের অভিশাপ হতে মুক্তি পেতে ঘরে ঘরে কারিগরি শিক্ষা দরকার।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

তিনি সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ প্রতিষ্ঠানটির ভুয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সিএসএস খুলনার সম্মানিত পরিচালক (প্রশাসন ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট) মোঃ মঈনউদ্দিন খান বলেন, দক্ষিণবঙ্গের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিএসএস পরিচালিত হোপ পলিটেকনিক ইনস্টিটিউট ২০১১ সাল থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষা প্রদানের মাধ্যমে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অধ্যক্ষ প্রকৌশলী বিভাস কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশুতোষ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ফয়সল আলম, রেভারেন্ড পলস হাই স্কুলের প্রধান শিক্ষক টিটন গাইন ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানের শেষপর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ