খুলনা | মঙ্গলবার | ১৮ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১

কালিগঞ্জে সীমান্ত নদী ইছামতি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:৫৯ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৪


সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে ইছামতি নদী থেকে এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় ও বিজিবি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সীমান্তে নদী থেকে ওই লাশ উদ্ধার করে নৌ পুলিশ। 
জানা গেছে, নদীর তীরে ফাঁস জালে জড়ানো চেক লুঙ্গি পরা উপুড় অবস্থায় ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ক্যাম্পের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে রায়নগর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ মাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ