খুলনা | শুক্রবার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০ ভাদ্র ১৪৩২

দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ০৫ মার্চ ২০২৪


খুলনায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম। পরে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন করা এবং দেশ ও জনগণের কাছে তা তুলে ধরা। সত্য প্রকাশে সংবাদকর্মীরা পাঠকের কাছে দায়বদ্ধ। যে কোনো গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা।  তিনি ভবিষ্যতে দৈনিক দেশ রূপান্তর এই বিশ^াসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান, খুলনা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল আহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মলি­ক শুধাংশু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ইনডিপেন্ডেট টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এইচ এম শামিমুজ্জামান, ৭১’ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সরদার, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ, জাগো নিউজের খুলনা প্রতিনিধি আলমগীর হান্নান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল, দৈনিক যুগান্তর পত্রিকার খুলনার ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, এস এ টিভির খুলনা প্রতিনিধি রফিকুল ইসলাম মতি, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা প্রতিনিধি হাসানুর রশিদ তানজির, দৈনিক ইত্তেফাকের বটিয়াঘাটা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ, ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ