খুলনা | শুক্রবার | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | ১ ফাল্গুন ১৪৩১

৪৮-এ না ফেরার দেশে জনপ্রিয় খল অভিনেতা ড্যানিয়েল

খবর বিনোদন |
০১:৩৬ পি.এম | ৩০ মার্চ ২০২৪


৪৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় তামিল খল অভিনেতা ড্যানিয়েল বালাজি। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৯ মার্চ রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ড্যানিয়েল। বুকে ব্যথার অভিযোগ করার পর অভিনেতাকে শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিন মধ্যরাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকের কথায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর পর শেষকৃত্যের আগে তার মরদেহ পুরাসাইওয়ালকামে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়।  

কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেন বালাজি। ২০২২ সালের এপ্রিল মাধাথিল সিনেমার মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি। তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিটি।

জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণে। সহকর্মী শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। জানা গেছে, আজ শনিবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বালাজির।

্রিন্ট

আরও সংবদ