খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

আল-জাজিরার ইসরায়েলি অফিস বন্ধ!

খবর প্রতিবেদন |
০১:৫৪ পি.এম | ০২ এপ্রিল ২০২৪


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইসরায়েলে টিভির স্থানীয় কার্যালয় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন সময় তিনি এ ঘোষণা দিলেন যখন গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রেখেছে। খবর রয়টার্স।

সোমবার (১ এপ্রিল) তার দলের মুখপাত্র এক্ষেত্রে প্রয়োজনীয় আইন অনুমোদনের জন্য সংসদে বৈঠক আহ্বানের কথা বলেন। এর কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু এ কথা বলেন। এরই মধ্যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় বিদেশি চ্যানেল অস্থায়ীভাবে বন্ধের অনুমতি দিয়ে বিল অনুমোদন করেছে দেশটি।

অনুমোদিত আইন অনুযায়ী, নেতানিয়াহু ও নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে আল-জাজিরা ইসরায়েলের নিরাপত্তার ক্ষতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এটিকে তারা ভয়ঙ্কর ও হাস্যকর অভিযোগ হিসেবে অভিহিত করেছে।

শুরু থেকেই আল-জাজিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসছে। চ্যানেলটি সার্বক্ষণিক ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিবেদন প্রচার করছে।

্রিন্ট

আরও সংবদ