খুলনা | রবিবার | ১০ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় নিহত ১

খবর ডেস্ক |
০১:১৫ এ.এম | ০৩ এপ্রিল ২০২৪


মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর চেকপোস্ট এলাকায় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ে বজলু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত বজলু মিয়া কুষ্টিয়া জেলায় আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি লৌহজংয়ে একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদের উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবশত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইন গত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবে রেলওয়ে পুলিশ।

্রিন্ট

আরও সংবদ