খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

নগরীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ০৩ এপ্রিল ২০২৪


কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১০ গ্রাম গাঁজা, ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম হেরোইন এবং ৩০ লিটার মদসহ ১৪ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর চাঁনমারী দ্বিতীয় লেনের রিপন চন্দ্র শীল (৩২), হরিণটানা আলীর মোড়ের মোঃ ইসমাঈল শেখ (২৪), বাগেরহাটের মোরেলগঞ্জের কুদঘাটা গ্রামের মোঃ বাবলু হাওলাদার (২৫), নগরীর গল­ামারী রাইসা ক্লিনিকের পেছনে মোঃ সোহেল ফরাজী (২৫), বুড়ো মৌলভীর দরগাহ এলাকার মোঃ দাউদ শেখ (৩৬), আরাফাত আবাসিক এলাকার আব্দুল হাই ওরফে হাতকাটা হাই (৪৪), খালিশপুরে বঙ্গবাসী চাঁদের মোড়ের শেখ সাইদুল ইসলাম ইমন (২০), নয়াবাটির রেদওয়ান হোসেন নয়ন ওরফে  চোয়া (২১),  সুমন খান (২২),  দূর্বার সংঘ ক্লাব রোডের মোঃ জুম্মান খান (৪৫), দৌলতপুরে রেলিগেট হেলালের বাগান এলাকার মোঃ সজিব মোল­া (২১), কয়রা থানার ২নং কয়রা গ্রামের মোঃ মামুন গাজী (২৪), খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট সেনপাড়ার মোঃ আউয়াল (২৪) ও নগরীর শেখপাড়া চামড়াপট্টির মোঃ শাকিল খাঁনকে (২৩) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ