খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

করোনার টিকার আওতায় ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জন

খবর প্রতিবেদন |
০৯:১৫ এ.এম | ০৩ সেপ্টেম্বর ২০২১

দেশে এ পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ২৪ আর নারী ৮০ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫০ লাখ ৯৮ হাজার ৯৮১ আর নারী ৩২ লাখ ৬০ হাজার ৬৫০ জন। (সূত্র : বাসস)

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৪৯৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৮ হাজার ৯৮৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩২৩ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৪ লাখ ৪২ হাজার ৭৪২ ডোজ।  

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ৯৬ হাজার ২৩১ জন নিবন্ধন করেছেন। 

্রিন্ট

আরও সংবদ