খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৮ কার্তিক ১৪৩১

অধ্যক্ষ দেলওয়ারা বেগমের ইন্তেকাল, শোক

নিজস্ব প্রতিবেদক |
০১:২৮ এ.এম | ০৭ এপ্রিল ২০২৪


খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাজী মালেক কলেজের সাবেক অধ্যক্ষ রোটারিয়ান অধ্যক্ষ দেলওয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। শুক্রবার বাদ জুমা আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, আমেরিকা ও লন্ডনে বসবাসরত দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি খুলনা নাট্য নিকেতনের সাবেক সভাপতি, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (এমপিওভুক্ত) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, আমেরিকায় প্রাথমিক জানাযা শেষে লাশ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়াধি সম্পন্ন করে লাশ আগামী শুক্রবার (১২ এপ্রিল) নাগাদ দেশে আনার সম্ভাবনা রয়েছে। দেশের ফেরার পর মরহুমার জানাযা নামাজের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
প্রয়াত দেলওয়ারা বেগম ১ আগস্ট ১৯৬০ তারিখে ঝালকাঠি জেলার সদর থানাধীন পিরন্ডা গ্রামের এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ সাহেবের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে।
বিভিন্ন মহলের শোক : খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি, হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য, সিটি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, আ’লীগসগ বিভিন্ন সংগঠন।
বিবৃতিদাতারা হলেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আ’লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। আরও বিবৃতি দিয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, এড. আনোয়ার হোসেন, এমদাদুল হক সুমন, মোঃ হাতেম আলী, আল মাহমুদ প্রিন্স, সাইফুল ইসলাম শিশির, আব্দুল মান্নান খান মনা, গাজী আব্দুর রাজ্জাক সোহেল, নাজমুল তারেক তুষার প্রমুখ।
অন্যদিকে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, খুলনা নাট্য নিকেতনের আহবায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, এস এম খালেদিন রশিদী সুকর্ণ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, মোঃ নেয়ামুল হোসেন কচি, মোড়ল জাহাঙ্গীর হোসেন, এস এম জিল­ুর রহমান, অনুরুদ্ধ বাহাদুর, সরদার ইলিয়াস হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ সিরাজুল ইসলাম, জেসমিন জামান, শেখ মোঃ আবু হানিফ, মোতালেব হোসেন, মিজানুর রহমান রাজা, মোঃ আবু মুসা প্রমূখ।

্রিন্ট

আরও সংবদ