খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন ১০ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫

খবর প্রতিবেদন |
১২:৫৫ পি.এম | ০৮ এপ্রিল ২০২৪


স্মার্টফোনকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে অ্যান্ড্রয়েড যাত্রা করে ২০১১ সালে। উদ্ভাবক গুগল। অ্যাপল উদ্ভাবিত আইফোনকে টেক্কা দিয়ে সব ফোনের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে আবির্ভূত হয় অ্যান্ড্রয়েড। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে স্মার্টফোন হবে আরও সময়োপযোগী, দৃষ্টিনন্দন ও উপভোগ্য।

বহুল প্রতীক্ষিত নতুন আপডেট ঘোষণা করেছে অ্যান্ড্রয়েড অপারেটিং। নতুন সংস্করণ ১৫। বহু চেনা ফিচার আমূলে বদলে যাচ্ছে। নতুনভাবে যুক্ত হবে স্যাটেলাইট কানেক্টিভিটি আর হাই-কোয়ালিটি ওয়েব ক্যামেরার মতো বিশেষ ফিচার। সময়ের ফোল্ডেবল সব মডেলের স্মার্টফোনে বাড়তি সুযোগ-সুবিধা যুক্ত হবে। চলতি সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ সচল। দ্রুতই সেসব ফোনে অ্যান্ড্রয়েড ১৫ প্রকাশ করবে গুগল। গুগল পিক্সেল স্মার্টফোনে এখন ১৫ সংস্করণ যুক্ত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এখনও অ্যান্ড্রয়েড। নতুনভাবে সেই সিস্টেমে জুড়ে যাচ্ছে আপডেট, যা বদলে দেবে আগের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। দারুণ সব ফিচারস দৃশ্যমান হবে ১৫ সংস্করণে। ইতোমধ্যে যা রোল আউট হতে শুরু করেছে। বর্তমানে গুগল পিক্সেল-৮ স্মার্টফোনে নতুন সংস্করণ পাওয়া গেলেও ভবিষ্যতে ক্রমান্বয়ে তা একাধিক স্মার্টফোনে যুক্ত হবে।

নাম ও লোগো
রকেট ও মহাকাশ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যান্ড্রয়েড (১৫ সংস্করণ) নতুন লোগো তৈরি করেছে, যা কিছুটা অ্যান্ড্রয়েড-১৪ লোগোর মতোই দেখাচ্ছে। থাকছে নতুন নাম। জানা গেছে, অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ ‘ভ্যানিলা আইসক্রিম’ নামে উন্মোচন করবে গুগল।

স্যাটেলাইট সংযোগ
বর্তমানে একাধিক স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার প্রচলিত, যা আরও কিছুটা সহজ করতে কাজ করেছে গুগল। অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণের মাধ্যমে সব স্মার্টফোন নির্মাতা উদ্ভাবিত সিস্টেম উপভোগ করতে পারবেন। আইফোন-১৫ সংস্করণেও ফিচারটি বেশ আলোচিত। এবার অ্যান্ড্রয়েড ভক্তরাও স্মার্টফোনে উপভোগ করবেন স্যাটেলাইট কানেক্টিভিটি।

ওয়েব ক্যাম মোড
অ্যান্ড্রয়েড-১৫ গ্রাহকরা স্মার্টফোনে উইন্ডোজ-১১ সংস্করণের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় হাই-কোয়ালিটি ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করার অনুমতি দেবেন। গুগল পিক্সেল ঘরানার স্মার্টফোনে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

অপ্টিমাইজ ফোল্ডেবল
সময়ের ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাং ও মটোরোলা ছাড়াও বেশ কিছু সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ওই সব ফোনে আরও দ্রুতগতি ও দক্ষতা (পারফরম্যান্স) জুড়ে দেবে অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ। যার ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বাড়বে। অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ রোল আউট হলে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হবে নতুন টাস্কবার।

ক্যামেরা নিয়ন্ত্রণ
ফ্ল্যাশ লাইট কন্ট্রোল, ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, লো লাইট ক্যামেরা ঘরানার আরও ভালো কাস্টমাইজ করা যাবে। অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ক্যামেরার মান হবে সুদক্ষ আর মানোন্নত।

স্ক্রিন শেয়ারিং
শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা থাকবে না।

নোটিফিকেশন কুলডাউন
সুনির্দিষ্ট অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা তুলনামূলক অনেকাংশে কমে আসবে।

হাইড নোটিফিকেশন
আর্থিক বা ব্যাংকে যে ব্যবস্থার ওটিপি হোক, এমন কোনো নোটিফিকেশন বা মেসেজ যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে, তা স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতে গোপন করবে নতুন অ্যান্ড্রয়েড।

ভলিউম কন্ট্রোল
সবশেষ বা আগের অ্যান্ড্রয়েড সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে কিছুটা বিপত্তি ছিল। ভক্তদের আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আপডেট সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে বাড়তি কিছু সুবিধা মিলবে।

ব্লুটুথ ডায়ালগ বক্স
স্মার্টফোনে বা ডিভাইসে একাধিক ব্লুটুথ সংযোগ যারা ব্যবহার করেন, তাদের বাড়তি সুবিধা দিতে ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভেলপ করা হয়েছে। ব্লুটুথ অপশনে ট্যাপ করার পরই টগেল খুলে যাবে। তাতে সাম্প্রতিক পেয়ারড বা সংযুক্ত (কানেক্টেড) ডিভাইস দৃশ্যমান হবে। ওই অংশ থেকে গ্রাহকরা ইচ্ছামতো ডিভাইসে সহজেই সুইচ করার সুবিধা নিতে পারবেন।

্রিন্ট

আরও সংবদ