খুলনা | বৃহস্পতিবার | ০৭ অগাস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২

শেষ মুহূর্তে জমে উঠেছে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ০৪ মে ২০২৪


শেষ মুহূর্তে জমে উঠেছে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়ছেন। প্রার্থীরা যে যার মত করে প্রতিশ্র“তি দিচ্ছেন সাধারন ভোটারদের। চেষ্টা করছেন নিজের পাল­া ভারী করতে। 
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে সব প্রার্থীদের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছেন ভোট প্রার্থনা। এ উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার, আগামী ৮মে উপজেলা নির্বাচনে ৭ টি ইউনিয়নের ৮১ টি গ্রামের ৮৯,৬৯১জন ভোটার তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। এর মধ্যে পুরুষ ৪৪,৭৬৪ জন ও মহিলা ৪৪,৬২৭জন। বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ঘোড়া প্রতীক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফি জেমস মোটরসাইকেল প্রতীক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান আনারস প্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন। 
ভাইস চেয়ারম্যান পদে শেখ সুমন টিয়াপাখি প্রতীক, মোঃ ফিরোজ আহম্মেদ উড়োজাহাজ প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী প্রজাপতি প্রতীক, হনুফা খাতুন কলস প্রতীক, মোসাঃ ইয়াসমিন আক্তার হাস প্রতীক নিয়ে লড়ছেন। 
সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মীরা যাচ্ছেন ভোটারদের কাছে, চাচ্ছেন ভোট। এছাড়া বিগত সময়ের ভুলত্র“টি সংশোধনের জন্য ক্ষমা প্রার্থনাও করছেন তারা, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্র“তি। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পাড়া মহল­া, ওলিতে গলিতে চায়ের দোকান গুলোতে বেড়েছেও বিক্রি। দোকানীদের মাঝেও চলছে উৎসাহ। ভোটাররাও চান তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে।
বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার তার বিগত বছরের কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের কাছে। সেই সাথে চাওয়া পাওয়ার হিসাব মিলাচ্ছেন সাধারণ ভোটাররা। কচুয়া উপজেলার মানুষ তাকে ভোট দিয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফি জেমস নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তার মেঝো কাকা প্রাক্তণ সাংসদ মীর সাখাওয়াত আলী দারুর জনপ্রিয়তা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। অপর এক সাবেক সাংসদ মীর শওকাত আলী বাদশারও ভাইপো তিনি। সভ্য, ভদ্র, শিক্ষিত প্রার্থী হিসাবে নিজের অবস্থান শক্ত করে নিচ্ছেন ভোটারদের কাছে। তবে তিনি সবার শেষে প্রচারণায় নামলেও ভোটের মাঠে এগিয়ে যাওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দাবি করে তিনিও জয়লাভের শতভাগ আশাবাদী।
জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান রয়েছেন নির্বাচনী মাঠে। তিনিও চেষ্টা করছেন ভোটের মাঠে নিজের অবস্থান শক্ত করতে। আগামী নির্বাচনে নির্বাচিত হবেন বলে আশা করেন তিনি।
রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। বাবার মৃত্যুর পর থেকে রয়েছেন নির্বাচনী মাঠে এবং চষে বেড়িয়েছেন উপজেলার প্রতিটি গ্রাম। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে জয়ের দিকে এগিয়ে যেতে চান তিনি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তিনিই বসবেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারে এমনটাই তার প্রত্যাশা । 
উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কমিশনের সব ধরণের প্রস্তুতি  রয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

্রিন্ট

আরও সংবদ