খুলনা | রবিবার | ১০ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১

শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ!

খবর বিনোদন |
০২:৫৫ পি.এম | ১৩ মে ২০২৪


বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেঠির! এক মাস আগেই ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। অভিনেত্রীর নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। পশু নিগ্রহের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের গিয়েছিলেন অভিনেত্রী। মাতৃদিবস উপলক্ষে মা সুনন্দা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পূজা দেন শিল্পা। সঙ্গে ছিলেন বোন শমিতাও। বৈষ্ণোদেবীতে পূজা দেওয়ার মুহূর্ত সোশ্যালে শেয়ার করতেই ফের বিতর্কে শিল্পা।

ঘোড়ার পিঠে চড়ে মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে উঠেছে পশু নিগ্রহের অভিযোগ। নেটপাড়ার প্রশ্ন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ আবার কারও মন্তব্য, ‘কাটরা থেকে এই ১২ কিমি ঘোড়ার পিঠে চড়েই পাহাড়ে উঠলেন আপনি! সেলেব হিসেবে আপনি তো হেলিকপ্টার করেও যেতে পারতেন। তাহলে কেন নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?”

শিল্পার সোশ্যালে কটুক্তির বন্যা বয়ে গেছে। এর আগে কেদারনাথে ঘোড়াদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন রাবিনা টেন্ডন, কারিশমা তান্না, রেশমি দেশাইরা। এবার শিল্পার বিরুদ্ধেই পশু নিগ্রহের অভিযোগ উঠল।

নেটপাড়ার কথায়, অবলা প্রাণীদের উপর চরম অত্যাচার। অমানবিকতার মারাত্মক নিদর্শন দেখা যায় বৈষ্ণোদেবী, কেদারনাথে। কখনও ঘোড়াদের মাদক খাওয়ানো হয়, আবার কখনও বা টেনে-হিঁচড়ে খাড়া পাহাড়ে পর্যটকদের নিয়ে যেতে বাধ্য করা হয়। এত অত্যাচার সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়ে ঘোড়ারা। করুণ সব ভিডিও দেখে পশুপ্রেমীরা চোখে জল ধরে রাখতে পারেন না! এবার শিল্পা শেঠিও সেই একই অভিযোগে বিদ্ধ হলেন।

্রিন্ট

আরও সংবদ