খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

খুলনায় গণঅধিকার পরিষদের নাগরিক সমাবেশ

আ’লীগকে সবার আগে বয়কট করতে হবে : কর্নেল মশিউজ্জামান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ০১ জুন ২০২৪


গণঅধিকার পরিষদের আহŸায়ক কর্নেল (অবঃ) মিয়া মশিউজ্জামান বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে বেগবান করতেই আমরা আজ খুলনায় ক্যাম্পেইন শুরু করলাম। 
তিনি আরও বলেন, আ’লীগকে সবার আগে বয়কট করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে; আমাদের সামনে অন্ধকার।  দেশকে রক্ষার জন্য সকল দলকে এক হয়ে মাঠে নামতে হবে। বিএনপি’র একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই দেশকে রক্ষা করতে হবে।
তিনি শুক্রবার বিকেল ৩টায় শহরের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ মহানগর শাখা আয়োজিত সীমান্ত হত্যা বন্ধ; আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
মহানগর গণঅধিকার পরিষদের আহŸায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাজিবের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, আবু সাঈদ মুসা, গণনেতা তারেক রহমান, তামান্না ফেরদৌস শিখা, শামীম রেজা; যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের আহŸায়ক মোল­া রহমতুল­াহ, সদস্য সচিব মুনতাসীর মাহমুদ, পরিষদের যুগ্ম-আহŸায়ক মোঃ সাইফুল­াহ বাবু, সাজিদুল ইসলাম বাপ্পি প্রমুখ। পরে বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে প্রকাশ্যেই গণঅধিকার পরিষদের ‘ভারত খেদাও, দেশ বাঁচাও’  আন্দোলনের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 
 

্রিন্ট

আরও সংবদ