খুলনা | বৃহস্পতিবার | ১০ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

এবার বেসরকারি হাসপাতালে বাড়বে চিকিৎসা খরচ

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০৭ জুন ২০২৪


ইতোমধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে হাসপাতালে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানির শুল্ক বাড়ানোর প্রস্তাব রেখেছেন। প্রস্তাবে এসব পণ্য আমাদানি শুল্ক শতকরা ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার কথা বলা হয়েছে। ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বাড়তে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট এ প্রস্তাব করা হয়।
অর্থমন্ত্রী বলেন, রেফারেল হাসপাতাল কর্তৃক চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে বিদ্যমান আমদানি শুল্ক ১ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব করছি। একই সঙ্গে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত স্পাইনাল নিডলের নতুন এইচএস কোড তৈরি করে এতে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। এতে এসব পণ্যের দামও বাড়তে পারে।
তবে বাজেটে ওষুধের কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের (এপিআই) কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধায় নতুন কাঁচামাল সংযোজন এবং চিকিৎসা খাতে বায়ো-হাইজিনিক ইকুইপমেন্ট উৎপাদনে রেয়াতি নতুন পণ্য সংযোজনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
 

্রিন্ট

আরও সংবদ