খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধিতে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৯ পি.এম | ০৮ জুন ২০২৪


খুলনায় কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকেলে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জনউদ্যোগ খুলনা জেলা কমিটির আয়োজনে ১৬ দিনব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ২০ জন কিশোরী অংশগ্রহণ করেছে। 
খুলনা জনউদ্যোগের আহŸায়ক মানস রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন জয় বৈদ্য। অন্যানদের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, সংগঠনের যুগ্ম-আহবায়ক সৈয়দ লুৎফুল হক মিঠু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, দৈনিক জন্মভ‚মির ইয়াসীন আরাফাত রুমী, জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, সাগর পোদ্দার, কিশোর দাস, মোঃ তরিকুল  ইসলাম বাবু, সাগর সরকার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ