খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

বৃষ্টিতে পন্ড ম্যাচ

সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তান-আয়ারল্যান্ডের বিদায়

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪১ পি.এম | ১৪ জুন ২০২৪


যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে আঘাত হেনেছিল বৃষ্টি। সে কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হতে পারেনি। দফায় দফায় আম্পায়ারা মাঠ পরিদর্শন করলেও সুখবর দিতে পারেননি। শেষ পর্যন্ত ৫ ওভারের ম্যাচ আয়োজনের জন্য অপেক্ষায় থাকেন আম্পায়াররা।

যদিও ভেজা মাঠের কারণে সেটাও সম্ভব হয়নি। শেষ মুহূর্তে আবারও হানা দেয় বৃষ্টি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে পাকিস্তান ও আয়ারল্যান্ডকে টপকে 'এ' গ্রুপের রানার্স আপ হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অভিষেক আসরেই সুপার এইটে ওঠে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র।৩ ম্যাচে ৩ জয় নিয়ে সবার আগে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত।

আইসিসির সহযোগী দেশটি এক ঢিলে দুটি পাখি মেরেছে। সুপার এইট নিশ্চিত করার মাধ্যমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে ফেলল যুক্তরাষ্ট্র। একইভাবে সেখানেও কপাল পুড়ল ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের। তাদের ওই আসরে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

চলতি আসরে বাবর আজমদের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। অভিষেক আসরে খেলতে নেমেই তাদের হারিয়ে বড় আপসেটের জন্ম দেয় আমেরিকানরা। এরপর বাবর-শাহিনরা ভারতের কাছেও রোমাঞ্চকর ম্যাচে একেবারে তীরে গিয়ে হারে ৫ রানে। ফলে বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হতো ৪। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও কানাডাকে হারিয়ে আগেই ৪ পয়েন্ট আদায় করে নিয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে আরও এক পয়েন্ট নিয়ে তাদের ভাণ্ডার দাঁড়াল ৫ পয়েন্টে। যা পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে।

এর আগে যুক্তরাষ্ট্র ও আইরিশদের ম্যাচটি আয়োজনে সর্বাত্মক চেষ্টা ছিল কর্তৃপক্ষের। এমনকি ১২.১৬ মিনিটে অন্তত পাঁচ ওভারে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে, পাকিস্তানি ভক্তদের স্বপ্ন চুরমার করে সাড়ে ১১টায় নামে মুষলধারে বৃষ্টি। ফলে ম্যাচ যে আর মাঠে গড়ানো সম্ভব নয়, সেটি জানাতে বাধ্য হয় আইসিসি।

এ নিয়ে সপ্তম সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপের সুপার এইটে উঠল যুক্তরাষ্ট্র। এর আগে আয়ারল্যান্ড ২০০৯, নেদারল্যান্ডস ২০১৪, আফগানিস্তান ২০১৬, নামিবিয়া ২০২১, স্কটল্যান্ড ২০২১ এবং নেদারল্যান্ডস ২০২২ আসরে সহযোগী দেশ হিসেবে সুপার এইটে উঠেছিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে যে দল জয় পেত তারাই তাহলে সুপার এইটে যাওয়ার সুযোগ পেত। তবে বেরসিক বৃষ্টির কারণে কোনো অঙ্ক করার সুযোগই পেল না পাকিস্তান ও আয়ারল্যান্ড। ফলে গ্রুপ পর্বে তাদের ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। 

প্রসঙ্গত, নতুন কোচিং স্টাফ, পুরোনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় দুই তারকা ক্রিকেটারকে। বেশ আটঘাট বেধেই শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মুল্লুকে পা রেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর কানাডার বিপক্ষে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় ঠেকানো গেল না।

্রিন্ট

আরও সংবদ