খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

খুবি’র প্রধান প্রকৌশলীর পিতার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ১৬ জুন ২০২৪


খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রোটারিয়ান এস এম মনিরুজ্জামান পলাশের পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা এ কে এম শাহাজাহান মিঞা শনিবার দুপুর ২.১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার বাদ এশা বানরগাতী ইসলাম কমিশনার মোড়স্থ বাইতুল মেরাজ জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহাজাহান মিঞা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। 
শোক : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মোঃ শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের সদস্যবৃন্দ।
অনরূপ শোক  জানিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির উপদেষ্টা শফিকুল ইসলাম মধু, রোটারিয়ান সুলতান হোসেন খান, তারিকুল ইসলাম জহির, রোটারিয়ান কবীর আহমেদ, জলিল খান কালাম, মোঃ ফিরোজ আলম খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল হক ফকির,  রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান মোঃ মোস্তফা, রোটারিয়ান রুহুল আমিন মিঠু, মোঃ নুরুল আলম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান শামীম, রোটারিয়ান মোঃ বেলায়েত প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ