খুলনা | বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

রূপসায় ১৬ দলীয় ফুটবল খেলার ফাইনালে তেরখাদা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪৯ পি.এম | ২১ জুন ২০২৪


রূপসার আইচগাতী ইউনিয়নের জেকেএস ক্রীড়া সংস্থা আয়োজিত ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে  তেরখাদা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মোকামপুর ও লস্করপুর গ্রামের গোলাপ সমাজ কল্যাণ সংঘ দল রানার আপ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে জেকেএস সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে তেরখাদা ফুটবল একাদশ, গোলাপ সমাজ কল্যাণ সংঘের মুখোমুখি হয়। 
খেলায় প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় তেরখাদা ফুটবল একাদশের সাইফুল­াহ (১০নং জার্সি) জয়সূচক গোাল করেন। পরে ৩০ মিনিটের মাথায় গোলাপ সমাজ কল্যাণ সংঘের অধিনায়ক মুরসালিন (৩নং জার্সি) পেনাল্টিতে গোলটি করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে দুর্দান্ত গোলে (৬-৫) গোলে তেরখাদা ফুটবল একাদশ জয় পেয়েছে। খেলা পরিচালনা করেন কেডিএস’র রেফারি মোঃ কামাল হোসেন, তানভীর হোসেন ও জাকির হোসেন। টুর্নামেন্টে মোঃ জিয়া সেরা খেলোয়াড় ও জেকেএস দলের আজমির সেরা গোলদাতা নির্বাচিত হন। 
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় দলের ফুটবলার শেখ মোঃ আসলাম। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাবেক ফুটবলার আসলাম জমাদ্দার, সাবেক সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশীদ। জেকেএস ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আল-ফারুক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদের পরিচালনায়। ক্রীড়ানুষ্ঠান সার্বিক দায়িত্ব পালন করেন টুর্নামেন্ট উদ্যাপন কমিটির আহŸায়ক ও সাবেক ইউপি সদস্য মোঃ মরিুজ্জামান পিলু এবং সদস্য সচিব আলহাজ¦ শেখ সফিকুল ইসলাম শফিক। ধারা ভাষ্যকর ছিলেন জেকেএস ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মোল­া আনিছুর রহমান মাসুম। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক লীগ নেতা ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, সাবেক ফুটবলার সরদার শাহীন, ব্যবসায়ী আব্দুর রহমান মিঠু, আহাদুজ্জামান বাতেন, খালেক শিকদার, সাহেদ বিকু, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সরদার রফি আহমেদ নিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক চৌধুরী শিহাবুল ইসলাম শিহাব, সহ-প্রচার সম্পাদক ইমাম হোসেন, সদস্য ফিরোজ মলি­ক, আশিকুজ্জামান শাওন, আরাফাত ডালিম, নূরে আলম রিন্টু, মাসুম বিল­াহ, গাউস সরদার, ফরিদ আহমেদ, জাহিদ হাসান, অনিকার রশিদ শাকিল, মোশারেফ শিকদার, নূর ইসলাম, আঃ মান্নান, খায়রুল বাশার, মনিরুজ্জানান মনি, আবুল হাসান, আবু জাফর, জামাল ফকির, আলী আজগর, শেখ জাকির হোসেন, মিলন সরদার, নজিবুল হাসান সাহেদ, মোঃ রেজা প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ