খুলনা | শুক্রবার | ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১

দিঘলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি |
০৬:৪১ পি.এম | ০৮ জুলাই ২০২৪


দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের  উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামের আনিস শেখের পুত্র মুস্তাকিনের (২২) এর স্ত্রী তামান্না আনিকার (১৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের  কাজী রবিউল ইসলামের কন্যা তামান্না আনিকা (১৮) এর সাথে আড়াই বছর আগে উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামের আনিস শেখের পুত্র মুস্তাকিন (২২) এর সাথে বিবাহ হয়। গত রোববার (০৭ জুলাই) তামান্না পানিগাতী নানা বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। বিকেলে তামান্নার সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির  সদস্যদের সঙ্গে ঝগড়া হয়। ঐ দিন সন্ধ্যায় তামান্নাকে অসুস্থ অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। তামান্নার স্বজনেরা দিঘলিয়া থানায় জিডি করেছেন। দিঘলিয়া থানা পুলিশ তামান্নার লাশ উদ্ধার করে সোমবার সকালে খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার জানান, দিঘলিয়া থানায় এ ব্যাপারে তামান্নার নানা বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

্রিন্ট

আরও সংবদ